ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেয়াদ বাড়লো চার বিদ্যুৎকেন্দ্রের

প্রকাশিত: ০৬:১০ এএম, ২৩ জুলাই ২০১৫

গ্যাসচালিত ভাড়াভিত্তিক চারটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে ঘোড়াশালে একশ ৪৫ মেগাওয়াট ও ফেঞ্চুগঞ্জ ৫০ মেগাওয়াট কেন্দ্রের চুক্তির মেয়াদ তিন বছর এবং ব্রাহ্মণবাড়িয়া ৮৫ মেগাওয়াট ও আশুগঞ্জ ৯৫ মেগাওয়াট এর চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধি করা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, সভায় ১২টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ভাড়াভিত্তিক চারটি বিদ্যুৎ কেন্দ্রের তিনটি প্রস্তাব রয়েছে। এ ছাড়া পল্লী বিদ্যুতায়নের আওতায় কন্ডাক্টর, এসিএসআর, বেয়ার ক্রয়; এসিএসআর গ্রস বিক কন্ডাক্টর ক্রয়; ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ক্রয় ও এসপিসি বৈদ্যুতিক খুঁটি ক্রয় সংক্রান্ত পৃথক ছয়টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এসআইএস/পিআর