প্রধানমন্ত্রীকে মন্ট্রিল প্রটোকল সনদ হস্তান্তর
ওজোন স্তরের ক্ষয়রোধে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে বাংলাদেশের গৃহীত কার্যক্রমের সাফল্যের জন্য জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-র বাংলাদেশকে দেয়া সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন (প্রশংসা সনদ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাফল্যের এ সনদ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসীন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
প্রেস সচিব বলেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত ‘ইলেভেনথ মিটিং অব দ্য কনফারেন্স অব দ্য পার্টিস টু দ্য ভিয়েনা কনভেনশন অ্যান্ড টুয়েন্টি নাইনথ মিটিং অব দ্য পার্টিস টু দ্য মন্ট্রিল প্রটোকল’ শীর্ষক সভায় সনদপত্রটি গ্রহণ করেন।
এফএইচএস/জেএইচ/পিআর