ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উচ্চ মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার

প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২৩ জুলাই ২০১৫

বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার নিজ কার্যালয়ে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।  এ সময় তিনি জঙ্গীবাদ ও সন্ত্রাস মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

দেশের ও বিদেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা বিবেচনা করে শেখ হাসিনা বলেন, এই বাহিনীকে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে আধুনিকায়ন, জ্ঞানসমৃদ্ধ ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, আগামী সাড়ে তিন বছরে মধ্যে দারিদ্র্যের হার আরো কমিয়ে ১৪-১৫ ভাগে নামিয়ে দেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা করা হবে এবং বাংলাদেশ আর নিম্ন আয়ের অন্তর্ভুক্ত থাকবে না।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। এ ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য স্বাধীনতাকে অর্থবহ করতে জনগণের প্রত্যাশা পূরণ করা এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), আইজিপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও এসএসএফ’র জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এসকেডি/আরআইপি