রাজধানীতে ১৮০০ লিটার চোলাই মদসহ আটক ৬
রাজধানীর হাজারীবাগে দেশীয় মদের কারখানায় অভিযান চালিয়ে আটারোশ (১৮০০) লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতরা হলেন, চন্দন রাজবর (৩৫), মিন্টু দাস (৩৩), লিটন কুমার দাস (৩৫), গোপাল দাস (৪৮), বিজয় দাস (৪৮), ও লাল্লু দাস (৫৫)। তারা সবাই মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
র্যাব-২ এর একটি দল হাজারীবাগের গণকটুলি সিটি কলোনীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফিরোজ কাউছার জানান, বিনানুমতিতে মদের কারখানা তৈরি এবং বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় ছয়জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় তৈরি চোলাই মদ তৈরি ও বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/এএইচ/জেআইএম