ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাজে আসছে না আইসিডিডিআরবির হাত ধোয়া কর্মসূচি

প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৩ জুলাই ২০১৫

ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর হাত ধোয়া কর্মসূচি কোন কাজে আসছে না। মঙ্গলবার  প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইতিপূর্বে এক পরীক্ষামূলক গবেষণায় সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে এমন ধারণা করা হলেও বাস্তবে এটি তেমন কার্যকর নয় বলে প্রমাণ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর অর্থায়নে আইসিডিডিআরবির পরিচালিত এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

নতুন গবেষণায় জানা গেছে, সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস না থাকার কারণে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ঘটে। তাই এটি প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া প্রয়োজন।এ অভ্যাস না থাকলে একটি পরিবারের কোনো সদস্যই ইনফ্লুয়েঞ্জা মুক্ত হতে পারবে না। এমনকি আক্রান্ত হওয়ার পর তাকে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করালেও পরিবারের অন্য সদস্যরা ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার কবল থেকে রক্ষা পায় না।

প্রতিবেদনে গবেষকরা জানান, বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার ৪৯ জন বসবাস করেন। এদের অধিকাংশই দরিদ্র। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার সঙ্গে আর্থিক বিষয় জড়িত  থাকায় তাদের সবার পক্ষে নিয়মিত এ অভ্যাস গড়ে তোলা সহজসাধ্য নয়। তাই অনিয়মিত অভ্যাস পারিবারিক ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ প্রতিরোধে কার্যকর নয়।

আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. ডব্লিউ আবদুল্লাহ ব্রুকসহ দেশি-বিদেশি বিজ্ঞানীরা আক্রান্ত এলাকায় হ্যান্ডওয়াশিং স্টেশন স্থাপন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরবর্তী ১৮ ঘণ্টার মধ্যে রোগীদের সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ও এ সম্পর্কে তাদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করেন। কিন্তু কিছুদিন পর দেখা যায় নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার পরও পরিবারের অন্য সদস্যরা ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের শিকার হয়েছেন।

গবেষকরা এর নেপথ্যে বেশ কিছু কার্যকারণ উল্লেখ করেছেন। এর মধ্যে পরিবারের সদস্যদের এক ঘরে গাদাগাদি  করে বসবাস, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আগেই পরিবারের  সদস্যদের আক্রান্ত হওয়া, স্বল্পদিনের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসের কারণে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করা হয়।  পারিবারিক ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে কার্যকর না হলেও  নিয়মিত প্রচার-প্রচারণার মাধ্যমে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়া প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে গবেষকরা মন্তব্য করেন।

সূত্র জানায়, মৌসুমী ইনফ্লুয়েঞ্জাজনিত কারণে শ্বাসতন্ত্রের সংক্রমণ বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর  ৯ কোটি তরুণ ও শিশু ইনফ্লুয়েঞ্জাজনিত সংক্রমণের শিকার হয়। বাংলাদেশে বছরে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণজনিত কারণে একলাখ ৩০ হাজার রোগী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে।

এমইউ/এসআইএস/পিআর