ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ১৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান চালিয়ে মাদকের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ ১৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশের উত্তর বিভাগের একটি দল বৃহস্পতিবার মধ্যরাতে ইয়াবার এ বড় চালানটি জব্দ করে। এসময় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন হযরত আলী (৪২), এরশাদ খান (৩৪), আব্দুর রশিদ (৩৮), মো. সোলায়মান (৩৭) ও জাকারিয়া ইসলাম (২১)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরের বিমানবন্দর জোনাল টিম অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ তাদের গ্রেফতার করে।

তিনি বলেন, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাদকদ্রব্য, ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে কমদামে ক্রয় করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেইউ/জেডএ/আইআই

আরও পড়ুন