ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভাষা সৈনিক গোলাম মাওলার নামে সড়কের নামকরণ দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

ভাষা সৈনিক ডা. গোলাম মাওলার নামে রাজধানীতে একটি সড়ক বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের সড়ক বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের হলের নামকরণের দাবি জানিয়েছে ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

ভাষা সৈনিক ডা. গোলাম মাওলার অবদানের কথা তুলে ধরে মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের ভিপি ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উদ্যোগেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিলরত গুলিতে নিহত ছাত্রদের রক্তে প্লাবিত স্থানের উপরই নির্মিত হয় প্রথম শহীদ মিনার।

তারা বলেন, শরীয়তপুরের এই সূর্য সন্তান সে দিন নিজ হাতে ইট বহন করে শহীদ মিনারের ভিত্তি স্থাপন করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শরীয়তপুরের নরিয়া এলাকা থেকে আইন সভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার অকাল প্রয়াণে শুধু শরীয়তপুরবাসীই নয়, সারা জাতি একজন সম্ভাবনাময় রাজনীতিবিদকে হারিয়েছে। তাই ডা. গোলাম মাওলার অবদানকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে।

সমিতির সভাপতি সৈয়দ জহিরুল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. দুলাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাংবাদিক কাঞ্চন কুমার দে, অসীম কুমার সরকার, গোলাম রাব্বানী জামিল, শিব শংকর মোদক, ফারহানা ইয়াসমিন যুথী, মোক্তার হোসেন ও এফ রহমান রূপক প্রমুখ।

এএস/এআরএস/আইআই

আরও পড়ুন