ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার

প্রকাশিত: ০১:০৪ পিএম, ২২ জুলাই ২০১৫

বস্ত্র ও পাট মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, বর্তমান সরকার দুস্থ অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বুধবার দুপুরে নওগাঁয় জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকসহ স্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার দেশের সকল মানুষের ৫টি মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করাসহ বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ অনেক দূর এগিয়ে গেছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, এদেশের একটি বৃহৎ জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে রেখে দেশকে কখনই মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দারিদ্র বিমোচনের মাধ্যমে এ জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সরকারকে সহযোগিতা করতে হবে। এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে তিনি সরকারি কমৃকর্তাসহ সংশ্লিষ্টদের আহ্বান জানান।

এসময় ছলিম উদ্দিন তরফদার এমপিসহ নওগাঁ জেলা সদরে অবস্থিত সরকারি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

এসএইচএস/এমআরআই