ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা চান ওবায়দুল কাদের

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষের ভাষা ‘বাংলা’কে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে দলের নেতাকর্মীদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘের কাছে আজকে আমাদের একটাই দাবি বিশ্বের প্রায় ৩০ কোটি ভাষাভাষী বাঙালি জাতির ভাষা বাংলা ভাষাকে জাতিসংঘ দাপ্তরিক মর্যাদা প্রদান করবে। বাঙালি জাতির পক্ষ থেকে এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি বলেন, ‘বাংলা ভাষা আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলা ভাষা বিশ্বস্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং একুশে ফেব্রুয়ারির মর্যাদা প্রাপ্তির মধ্য দিয়ে শহীদদের আত্মবলিদান সার্থক হয়েছে।’

একুশ এবং একাত্তর একই চেতনার ওপর প্রতিষ্ঠিত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘২১ এবং ৭১ এর চেতনায় আমরা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়ে তুলবো।’

উল্লেখ্য, বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করার দাবিতে চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনিও। আবেদন করতে ভিজিট করুন : www.jagonews24.com/makebanglaofficial

আরএস/পিআর

আরও পড়ুন