ধানমন্ডিতে রাজউকের উচ্ছেদ : সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
নকশাবহির্ভূত ও আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে রাজধানীর ধানমন্ডি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং অথরাইজড অফিসার আশীষ কুমার সাহা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ধানমন্ডির পুরাতন ২৭নং রোডের চারটি ভবনের অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয় এবং বেশ কিছু নকশাবহির্ভূত স্থাপনা অপসারণ করা হয়। এ সময় দুটি ভবনের মালিককে অনুমোদনহীন বাণিজ্যিক ব্যবহারের কারণে মোট সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যেসব প্লট, ভবন এবং ফ্ল্যাটে অননুমোদিত ও অবৈধভাবে গেস্ট হাউস, রেস্তোরা, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেসব ভবনে নিয়মিত অভিযান পরিচালনা করছে রাজউক।
অভিযানে সহকারী অথরাইজড অফিসার শুভঙ্কর সুষ্ময় রায়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস/এএইচ/জেআইএম