ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২১ জুলাই ২০১৫ : একনজরে সারাদিনের খবর

প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২১ জুলাই ২০১৫

প্রথম দিনটা বাংলাদেশের
মুস্তাফিজুর রহমান এবং জুবায়ের হোসেনের বোলিং তোপে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশকে একটু এলোমেলো থাকলেও দ্বিতীয় সেশন থেকেই দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে টাইগার বোলাররা। ফলে ২৪৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার মত শক্তিধর দলের প্রথম ইনিংস।

চলতি মাসেই নতুন পে-স্কেল বাস্তবায়ন : প্রধানমন্ত্রী
দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ঘোষিত নতুন পে-স্কেল চলতি মাসেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিজ কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

চিড়িয়াখানায় উন্নতমানের রেস্টুরেন্ট স্থাপিত হচ্ছে
ঢাকা চিড়িয়াখানার ভিতরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) দু`টি উন্নতমানের ও দৃষ্টিনন্দন খাবারের রেস্টুরেন্ট স্থাপিত হচ্ছে। প্রশাসনিক ভবন সংলগ্ন ‘ময়ূরী’ ও হাতিরঘরের পাশে ‘ঈগল’ নামে রেস্টুরেন্ট দু`টির ইজারা নেয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছে বিপিসির শীর্ষ কর্মকর্তারা। ইতিমধ্যেই পর্যটন কর্পোরেশনের একজন যুগ্মসচিব পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে একটি টিম সরেজমিন চিড়িয়াখানা পরিদর্শন শেষে এ আগ্রহ প্রকাশ করে।

অনিশ্চয়তায় ৭৮৫ যাত্রীর হজ পালন
বাড়ি ভাড়া করার জন্য এখনো সৌদি আরবে কোনো প্রতিনিধি না যাওয়ায় ১২ এজেন্সির ৭৮৫ জনের হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সৌদি আরবের জেদ্দার হজ অফিস থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার ট্রাইব্যুনালে হাজির হবেন জাফরুল্লাহ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকদের নিয়ে বিরূপ মন্তব্য করার কারণ ব্যাখ্যা করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা রয়েছে বুধবার সকালে।

গম নিয়ে মিথ্যাচারকারীরা জনগণের শত্রু : খাদ্যমন্ত্রী
গম নিয়ে যারা মিথ্যাচার করছে, তারা দেশ ও জনগণের শত্রু বলে অ্যাখায়িত করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে কক্সবাজারে একটি হোটেলে খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

লতিফ সিদ্দিকীকে ইসির চিঠি
নিজ দল আওয়ামী লীগ থেকে বহিষ্কারের ব্যাপারে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনার সচিব সিরাজুল ইসলাম মঙ্গলবার জাগো নিউজকে একথা জানান।

টেস্ট অভিষেকেও মুস্তাফিজের ঝলক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেই অভিষেক হলো বাংলাদেশের পেস আক্রমণের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমানের। টি-২০ ও ওয়ানডের পর এবার টেস্ট অভিষেকেও নিজের ঝলক দেখালেন মুস্তাফিজুর। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার মূলত তিনিই।

আরো একটি মামলায় গ্রেফতার দেখানো হলো মেয়র মান্নানকে
গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে আরো একটি মামলায় ফের গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার একটি বিস্ফোরক মামলায় পুলিশ তাকে গ্রেফতারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তিনি বর্তমানে কারা হেফাজতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাড্ডার অগ্নিকাণ্ডে আশ্রয়হীন কয়েকশ` মানুষ
রাজধানীর মধ্য বাড্ডার সোমবারের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কয়েকটি টিনশেড বাড়ি। আগুনে নিঃস্ব হয়েছেন এসব বাড়িতে বসবাস করা অধিকাংশ মানুষ। আর এসব মানুষের ভাগ্যে এখন শুধুই অনিশ্চয়তা। গতকালের ভয়াবহ আগুনের পর তাদের সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই। আর তাই মাথা গোঁজার ঠাঁই হারানো এসব মানুষের রাত কেটেছে খোলা আকাশের নিচে অর্ধাহারে-অনাহারে।

প্রাইভেটাইজেশন কমিশন-বিনিয়োগ বোর্ড একীভূতকরণের কাজ চলছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, দেশে বিনিয়োগ ও শিল্পায়ন জোরদার করতে বেসরকারিকরণ কমিশন এবং বিনিয়োগ বোর্ড (বোর্ড অব ইনভেস্টমেন্ট) একীভূত হবে। তিনি বলেন, দেশে বিনিয়োগ ও শিল্পায়ন আরো ত্বরান্বিত করতে আমরা বেসরকারিকরণ কমিশন এবং বিনিয়োগ বোর্ডকে এক করতে চাই।

কর্মস্থলে ফিরতে বগুড়ায় টিকিটের জন্য হাহাকার
বগুড়ায় বাস-ট্রেনের টিকিটের জন্য হাহাকার শুরু হয়েছে। টিকিট সংকট আর বৃষ্টিতে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ বেড়েছে। ট্রেন ও বাসের কোথাও কোন টিকিট নেই। সেই সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। ট্রেন-বাসের টিকিট না পেয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে আসা লোকজন পড়েছেন চরম বেকায়দায়। রোববার থেকে শুরু হয়েছে বাস ও ট্রেনের অগ্রিম ফিরতি টিকিটে যাত্রী পরিবহন। মঙ্গলবার দুপুরে শহরের বিভন্ন বাস টার্মিনাল ও ট্রেনে স্টেশনে টিকিটের জন্য হাহাকার করতে দেখা গেছে যাত্রীদের।

ঈদ আনন্দে ঊর্ধ্বমুখি পুঁজিবাজার
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিন শেষে বেড়েছে সব ধরনের সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। ঈদ উপলক্ষে গত ১৫ থেকে ২০ জুলাই মোট ছয় দিন বন্ধ ছিল দেশের পুঁজিবাজার।

বিএনপি ভাঙার তথ্য জানা নেই : আশরাফ
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি ভাঙ্গনের বিষয়ে যেসব খবর গণমাধ্যমে প্রকাশ হচ্ছে এ বিষয়ে  কোন তথ্য নেই। কারা ভাঙ্গতে চাইছে তাদের আমরা চিনি না, জানি না। আমরা চাই সব দল গণতান্ত্রিক পরিবেশে কাজ করুক।

সাফল্য নেই জনসংখ্যা নিয়ন্ত্রণে : অসন্তুষ্ট দাতারা
জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রতি বছর ১৭শ’ কোটি টাকা ব্যয় করলেও কাঙ্ক্ষিত কোনো সাফল্য নেই পরিবার পরিকল্পনা অধিদফতরের। অধিদফতরের কার্যক্রমে সরকার, বিশ্বব্যাংক ও ইউএনএফপিএসহ বিভিন্ন দাতা সংস্থা কেউ সন্তুষ্ট নয়। কারণ ২০১৫ সালেও ২০১১ সালের জরিপের সীমানায় স্থির হয়ে আছে।

ভিন্ন গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজবেন স্টিফেন হকিং
ভিন্ন গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য অনুসন্ধান শুরু করেছেন ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিং। সোমবার এক সভায় তিনি এই ঘোষণা দেন। হকিং বলেন, গ্রহে অন্য কোনো প্রাণের অস্তিত্ব আছে কি না তা জানার জন্য আগামী ১০ বছর পর্যন্ত গবেষণা চালতে হবে।

ব্রাজিলের গম : সম্পূরক আবেদনের শুনানি ২৬ জুলাই
ব্রাজিল থেকে আমদানি করা গম সংক্রান্ত দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকের তদন্ত এবং নিরপেক্ষ ল্যাবরেটরিতে গম পরীক্ষার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের সম্পূরক আবেদনের শুনানি ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সৈয়দ মাহমুদ হোসেনের অবকাশকালীন চেম্বার আদালত এ আদেশ দেন।

বিএ/পিআর