ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ব্রাজিলের গম : সম্পূরক আবেদনের শুনানি ২৬ জুলাই

প্রকাশিত: ১১:০১ এএম, ২১ জুলাই ২০১৫

ব্রাজিল থেকে আমদানি করা গম সংক্রান্ত দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকের তদন্ত এবং নিরপেক্ষ ল্যাবরেটরিতে গম পরীক্ষার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের সম্পূরক আবেদনের শুনানি ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সৈয়দ মাহমুদ হোসেনের অবকাশকালীন চেম্বার আদালত এ আদেশ দেন।

ব্রাজিল থেকে সরকারি পর্যায়ে আমদানি করা গমের মান নিয়ে অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে গত ২৮ জুন বিষয়টির তদন্ত চেয়ে একটি রিট আবেদন করেছিলেন আইনজীবী পাভেল মিয়া।

গত ৮ জুলাই রিটের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের হাইকোর্টের বেঞ্চ আদেশে বলেন,  ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে জোর করে দেওয়া যাবে না এবং কেউ ফেরত দিতে চাইলে সরকারকে তা ফেরত নিতে হবে ।

এরপর রাষ্ট্রপক্ষের আবেদনে প্রক্ষিতে হাইকোর্টের আদেশ আগামী ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ২৬ জুলাই এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

এফএইচ/এসআইএস/এমআরআই