জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা শুরু আজ
দেশে প্রথমবারের মতো বসতে যাচ্ছে তিন দিনব্যাপী জাতীয় জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা। আজ (শনিবার) রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) এ মেলা শুরু হয়ে চলবে সোমবার পর্যন্ত।
‘কৃষি যন্ত্রপাতি ব্যবহারে-অর্থ-শ্রম-সময় বাঁচবে’ এ প্রতিপাদ্যে তিন দিনের এ মেলার আয়োজক কৃষি মন্ত্রণালয়। মেলায় সরকারি-বেসরকারি ২১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
মেলায় এসিআই মোটর, আলিম ইন্ড্রাস্ট্রিজ, দি মেটাল, চিটাগাং বিল্ডার্স, জনতা ইঞ্জিনিয়ারিং, বগুড়ার খুচরা যন্ত্রাংশ ও সিমিটের মতো প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দর্শনার্থীদের জন্য মেলা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
এ বিষয়ে খামার যান্ত্রিকীকরণের প্রকল্প পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন বলেন, এ মেলা আয়োজনের ফলে যন্ত্র ব্যবহারকারী, সেবাদাতা, ও যন্ত্রপ্রস্তুতকারীদের মধ্যে মেলবন্ধন গড়ে উঠবে। তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। যন্ত্রপাতি ব্যবহারে দেশে যে নতুন যুগের সূচনা শুরু হয়েছে সে বিষয়ে তারাও উদ্যমী হয়ে উঠবে। কৃষিখাত আরও গতিশীল হবে।
বিএ/এমএস