ব্যস্ততম বিমানবন্দর সড়ক অনেকটাই ফাঁকা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে চলছে যানবাহনে তল্লাশি। ফলে রাজধানীর প্রায় সব রাস্তায় গণপরিবহন চলাচল কমে গেছে। এসব পরিবহনে যাত্রীর সংখ্যাও যতসামান্য।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কেও সীমিত আকারে যানবাহনের চলাচল করছে। সিটি সার্ভিস চললেও দূরপাল্লার গাড়ি রাস্তায় নেই বললেই চলে। ফলে কোনো বাসস্ট্যান্ডে অন্যান্য দিনের মতো জটলা নেই।
বাসস্ট্যান্ডের নিকটস্থ চা-সিগারেটর দোকানগুলোতেও কাউকে ৫/৭ মিনিটের বেশি সময় বসতে বা দাঁড়াতে দেযা হচ্ছে না। সাদা পোশাকধারী পুলিশ দোকানিদের সতর্ক করে দিচ্ছেন।
খিলক্ষেতের লোটাস কামাল টাওয়ারের পাশের চা বিক্রেতা রাসেল জানান, তার দোকানের সামনে কোনো সিএনজি অটোরিকশা এমনকি রিকশা পর্যন্ত দাঁড়াতে দেয়া হচ্ছে না। এই এলাকায় যানবাহনও কম চলছে।
আরএম/এমবিআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ২ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৩ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা
- ৪ মনোনয়ন বাণিজ্যে নষ্ট হচ্ছে এমপিদের চরিত্র: সাবেক সিইসি
- ৫ সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের