ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দু’জন যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বুধরাতে গভীর রাতে তাদের আটক করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রা দুই কোটি পঁচিশ লাখ টাকা সমমূল্যের।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুর খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের নাম রায়হান কায়সার ও মো. হাসান পিংকু। তারা ঢাকা-সিঙ্গাপুর রুটের বিমানের একটি ফ্লাইটে রাতে সিঙ্গাপুর যাচ্ছিলেন। পাসপোর্ট চেক করে দেখা যায়, রায়হান কায়সার এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চারবার এবং ২০১৭ সালে ৩৩ বার সিঙ্গাপুরে যান।

জিজ্ঞাসাবাদে তারা জানান, কম্পিউটার ও এক্সেসরিজ ক্রয়ের উদ্দেশ্যে তারা এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। এর আগে তারা এভাবে তিনবার মুদ্রা বহন করেছিলেন। এসব মুদ্রা তারা কোনো প্রকার ঘোষণা ছাড়াই বহন করেছিলেন।

জেইউ/এআরএস/আরআইপি

আরও পড়ুন