ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কর্নেল তাহেরের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:০৪ এএম, ২১ জুলাই ২০১৫

শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের ফাঁসির ৩৯তম বার্ষিকী আজ মঙ্গলবার (২১ জুলাই) । ১৯৭৬ সালের এই দিনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা আবু তাহের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রাজনীতির অনুসারী ছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি ক্যান্টনমেন্টে সেনা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে বন্দী জিয়াউর রহমানকে মুক্ত করেন। ১৯৭৬ সালের ১৭ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামরিক ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের  আদেশ দেয়া হয়। এর পর ২১ জুলাই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

কর্নেল আবু তাহের মুক্তিযুদ্ধের সময়ে  পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে দেরাদুনে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণশিবিরে যোগ দেন। এরপর তিনি দেশে এসে টাঙ্গাইল ও ময়মনসিংহে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেন। যুদ্ধে একটি পা হারান এই মুক্তিযোদ্ধা।

এসআইএস/এমএস