ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে দিনে ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, রাজধানীবাসীর জন্য মেঘনা নদী থেকে দিনে ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। মঙ্গলবার জাতীয় সংসদে এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে বিকেলে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর লিখিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়। সংসদে মন্ত্রী জানান, ঢাকা মহানগরীতে চাহিদা মাফিক বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে বর্তমান সরকার ‘ঢাকা ইনভারনমেন্টাল সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে।

এ প্রকল্পের আওতায় মেঘনা নদীর বিশদনন্দী পয়েন্ট (আড়াইহাজার থানাধীন) হতে পানি উত্তোলন এবং তা শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে গন্ধর্বপুর নামক স্থানে নির্মাণাধীন পানি শোধনাগারে শোধন করে দৈনিক ৫০ কোটি লিটার পানি ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে। এ প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হবে ২০২১ সালের ডিসেম্বরে।

এইচএস/ওআর/এমএস

আরও পড়ুন