নূর হোসেনকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে : আইজিপি
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর ও ভুলতা অংশে অত্যাধুনিক প্রযুক্তির আইপি ক্যামেরার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
তিনি জানান, সাত খুনের ঘটনার তদন্ত একটি বিচারিক কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত বর্ণনা দেয়া সম্ভব না। আমরা কী করেছি সেটার স্বচ্ছতা রয়েছে। আন্তরিকতারও কমতি নেই। সত্য উদঘাটন হবে। ইতিবাচক ফলাফলও আসবে।
পুলিশের মহাপরিদর্শক জানান, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার ও পুলিশ কাজ করছে। সীমাবদ্ধতার মধ্যেও দায়িত্ব পালনের জন্য যেখানে যতটুকু সুবিধা নেয়ার সেটা চেষ্টা করছি।
এ সময় আইজিপির সঙ্গে ছিলেন- পুলিশের ডিআইজি (ঢাকা রেঞ্জ) মাহফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি (অপরেশন) চৌধুরী আব্দুলাহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন প্রমুখ।