ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আরও ৬ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮

আরও ৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে প্রমাণ না পাওয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) সুপারিশের ভিত্তিতে তাদের সনদ বাতিল করা হয়েছে।

সনদ বাতিল করে গত ৩১ জানুয়ারি এ সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে। জামুকার ৫১তম সভায় এ সুপারিশ করা হয়েছিল।

এর আগে গত বছরের ২৫ অক্টোবরও ৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়।

সনদ বাতিল হওয়া ভুয়া মুক্তিযোদ্ধারা হলেন- টাঙ্গাইলের সখিপুরের মৃত প্রমথ নাথ চক্রবর্ত্তীর ছেলে প্রভাত কুমার চক্রবর্ত্তী (গেজেট নম্বর-৬২৪২), ময়মনসিংহের গফরগাঁওয়ের দুগাছিয়ার মৃত আব্দুল আজিজের ছেলে এ বি এম তমিজ উদ্দিন (গেজেট নম্বর-৫০৯৯), মাদারীপুর সদরের খাগদাহ কেন্দুয়ার মৃত আ. ছত্তার হাওলাদারের ছেলে মো. বাহাউদ্দিন হাওলাদার (গেজেট নম্বর-২০৮৪)।

এ ছাড়া মুক্তিযোদ্ধা প্রমাণিত না হওয়ায় বগুড়ার ধুনটের পিরহাটির মো. মেহেরুল্লার ছেলে শেখ মো. জালাল উদ্দিন (গেজেট নম্বর-১১৪৯), ফরিদপুর নগরকান্দার মৃত আমজেদ সরদারের ছেলে আ. ওহাব সরদার (গেজেট নম্বর-৬৪৪৫) ও গাজীপুর সদরের কাউলতিয়ার সালনার মৃত মো. জোবেদ আলী শিকদারের ছেলে গাজী মাজহারুল হকের (গেজেট নম্বর-২৮৭৬) সনদ বাতিল করা হয়েছে।

আরএমএম/এমএমজেড/পিআর

আরও পড়ুন