ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেয়র খোকনের কাছে শিশুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আনারকলি মার্কেটের সামনের রাস্তা নিয়ে মেয়রের কাছে অভিযোগ জানিয়েছে এক শিশু।

ডিএসসিসির ১৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি' শীর্ষক অনুষ্ঠানে শিশুটি এ অভিযোগ জানান। বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।

জানা গেছে, ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শুনছিলেন মেয়র সাঈদ খোকন। অনুষ্ঠানে এলাকাবাসী বিভিন্ন সমস্যা জানাচ্ছিলেন। এ সময় মঞ্চের সামনে আসে এক শিশু।

দীপ্রময় দাশ নামের তৃতীয় শ্রেণিতে পড়া শিশুটি মঞ্চের সামনে এসে কথা বলার জন্য হাত তুলে। এ সময় মেয়র মাইক্রোফোন শিশুটির হাতে দেয়ার অনুরোধ জানান।

Mayor Said Khokon

মাইক্রোফোন হাতে পেয়েই শিশুটি বলে ওঠে, মেয়র আঙ্কেল, মেয়র আঙ্কেল, আমাদের রাস্তায় সব সময় পানি-ময়লা-জ্যাম থাকে।

মঞ্চে থাকা মেয়র জানতে চান কোন রাস্তায়? জবাবে দীপ্রময় বলে, আনারকলি মার্কেটের সামনের রাস্তা ১৬ সিদ্ধেশ্বরী লেন। আপনি আসার দু’দিন আগে রাস্তা পরিষ্কার করা হয়েছে। কিন্তু সারা বছর পানি জমে থাকে।

এক শিশুর এমন অভিযোগের ফলে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামীকাল থেকে সমস্যা সমাধানের নির্দেশ দেন।

১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলালসহ অন্যান্য কাউন্সিলর, এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

এএস/এএইচ/এমএস

আরও পড়ুন