দেশে নতুন ভোটার ৪৩ লাখ ২০ হাজার
এবার চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ নতুন ভোটার। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, আগামীকাল বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। দেশের সব জেলা, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণস্থানে চূড়ান্ত ভোটার তালিকা পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
এবার খসড়া ভোটার তালিকায় ছিল ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ ভোটার। চূড়ান্ত তালিকায় এর সঙ্গে যুক্ত হয়েছে ২৫ হাজার ৬৩০ জন। ফলে নতুন চূড়ান্ত ভোটার ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ জন।
জানা গেছে, হালনাগাদ ভোটার তালিকার আগে বিদ্যমান ভোটার রয়েছে ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। নতুন ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ জন নিয়ে তথ্যভাণ্ডারে এখন চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩১৩ জন ।
এইচএস/এএইচ/আইআই