বাণিজ্য ও বিনিয়োগে আরও গতি সঞ্চারের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আশা করি, নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে দেশের বাণিজ্য ও বিনিয়োগে আরও গতি সঞ্চার করে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বাংলাদেশ কাস্টমস।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুক্রবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বানিজ্য পরিবেশ’।
দিবসটি উপলক্ষে কাস্টমস বিভাগের কর্মকর্তা কর্মচারী, সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিতকরণে কাস্টমসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানি-রফতানির ক্ষেত্রে একটি অবাধ, সমতামূলক ও নিরাপদ পরিবেশ গঠনে তাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশ্ব কাস্টমস সংস্থার ‘ডিজিটাল কাস্টমস’ ধারণা এবং ই-কমার্স কার্যপদ্ধতি অনুসরণে আমদানি-রফতানি পণ্য শুল্কায়ন ও খালাস পদ্ধতি সহজ করার লক্ষ্যে বাংলাদেশ কাস্টমস বিভাগ কাজ করছে বলেও বাণীতে তিনি উল্লেখ করেন।
এফএইচএস/জেডএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ