টেকসই উন্নয়নে নিরাপদ বাণিজ্য পরিবেশ অপরিহার্য : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, টেকসই উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ অপরিহার্য। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার (২৬ জানুয়ারি) ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৮’ পালিত হচ্ছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি দেশের কাস্টমস বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাদেশ কাস্টমস আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্র থেকে রাজস্ব আহরণের মূল কাজটি করে থাকে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একইসঙ্গে অপঘোষণা, চোরাচালান ইত্যাদি প্রতিরোধের মাধ্যমে দেশের অর্থনৈতিক নিরাপত্তা সুদৃঢ়করণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অবৈধ অর্থায়ন প্রতিহত করতেও বাংলাদেশ কাস্টমস কাজ করে চলেছে।
এফএইচএস/জেডএ/বিএ