ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নির্দিষ্ট স্থানে পোস্টার লাগানো যাবে ডিএনসিসি এলাকায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

যত্রতত্র পোস্টারিংয়ের কারণে শহরের সৌন্দর্য যেন নষ্ট না হয় সে কারণে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে ডিএনসিসি। বিভিন্ন স্থানে পোস্টার লাগানো থেকে বিরত রাখতে এবার সংস্থাটি বোর্ড স্থাপন করছে। ঢাকা উত্তর এলাকায় ৫২টি ব্যস্ততম স্থানে পোস্টার লাগানোর জন্য বোর্ড স্থাপন করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিকভাবে ২০টি স্থানে বোর্ড নির্মাণ সম্পন্ন হয়েছে। এসব বোর্ডে নাগরিক বা প্রতিষ্ঠান তাদের পোস্টার লাগাতে পারবেন। ডিএনসিসি বর্জ্য বিভাগ নতুন এ উদ্যোগ গ্রহণ করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, মূলত নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শুধু জরিমানা করে সমাধান করা যাবে না। নাগরিকদের নানা ধরনের প্রচারপত্র প্রকাশের প্রয়োজনীয়তা থাকতে পারে। তাই শহরের ব্যস্ততম এলাকায় এই উদ্যোগ নেয়া। পোস্টার লাগানোর ফলে শহরের সৌন্দর্য নষ্ট হয়।

জানা গেছে, ডিএনসিসি এলাকায় ৫২টি ব্যস্ততম স্থানে পোস্টার লাগানোর জন্য বোর্ড স্থাপন করা হবে। ইতোমধ্যে প্রাথমিকভাবে ২০টি স্থানে বোর্ড নির্মাণ সম্পন্ন হয়েছে। এখন থেকে এসব স্থানে সবাই পোস্টার রশিতে টানাতে পারবে। গুলশান উত্তরা, মিরপুর, ফার্মগেট, খামারবাড়ি, মহাখালী, শুটিং ক্লাব এলাকার ব্যস্ততম স্থানে এসব বিলবোর্ড লাগানো হয়েছে। সেখানে সাত দিনের জন্য একজন ব্যক্তি পোস্টার লাগাতে পারবে। এখানে পোস্টার লাগালে কোন টাকা দিতে হবে না। শহর পরিষ্কার রাখার জন্য ডিএনসিসির বর্জ্য বিভাগ এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডোর আব্দুর রাজ্জাক।

এএস/ওআর/জেআইএম

আরও পড়ুন