ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৮ জুলাই ২০১৫

দেশের উপর আল্লাহর রহমত নাযিলের প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠিত  হলো জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত। সকাল সাড়ে ৮ টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শুরু হয়ে পৌণে ৯ টায় শেষ হয়।

জামাতের ইমামতি করেন চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরী ।


 
নামাজে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সুপ্রিম কোর্টের  বিচারপতি, আইনজীবী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ অন্যান্য ভিআইপি ও ভিভিআইপি ব্যক্তিগণ।
 
জামাত শেষে মোনাজাতে আল্লাহর কাছে বাংলাদেশে ওপর রহমত নাযিল, দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তার পরিবেশ সুষ্ঠু রাখার প্রার্থনা করা হয়।


 
এর আগে সকাল ৮ টা ২০ মিনিটে ঈদগাহ মাঠে প্রবেশ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মাঠে পৌঁছে ইমামের মাধ্যমে উপস্থিত মুসল্লি ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
 
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।

এর আগে, শুক্রবার বিকেলে লাখো মুসল্লির নামাজ আদায়ের জন্য শতভাগ প্রস্তুত হয় জাতীয় ঈদগাহ। প্রধান এই জামায়াতে প্রায় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবে বলে জানায় দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।


 
বড় ধরনের দুর্যোগে জামাত সকাল ৯ টায় বাইতুল মোকাররমে স্থানান্তরের পরিকল্পনা থাকলেও তার প্রয়োজন হয়নি।
 
ঈদের এই প্রধান জামায়াতকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ। কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ মনিটরিংসহ ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট, সোয়াট টিমকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
 
এআর/এসকেডি/এমএস