ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১৭ জেলার আড়াই লাখ জেলেকে খাদ্য সহায়তা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৩ জানুয়ারি ২০১৮

জাটকা ধরা থেকে বিরত থাকায় ১৭ জেলার ২ লাখ ৪৮ হাজার ৬৭৪ জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি হারে চারমাস খাদ্য সহায়তা দেবে সরকার। এসব জেলার ৮৫ উপজেলায় জেলে পরিবারগুলো আগামী ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ভিজিএফ কর্মসূচির আওতায় এ সহায়তা পাবেন।

চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ঝালকাঠি, মুন্সিগঞ্জ, নোয়াখালী, বাগেরহাট, মানিকগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা ও সিরাজগঞ্জের জেলেরা এ খাদ্য সহায়তা পাবেন। ইতোমধ্যে দুযোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নামে চাল বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

পরিবার প্রতি ৪০ কেজি হারে চাল বিতরণের জন্য প্রতি মাসে মোট ৯ হাজার ৯৪৭ মেট্রিক টন চালের প্রয়োজন হবে। আর চার মাসে মোট চাল লাগবে ৩৯ হাজার ৭৮৮ টন।

Fisher-list

বরাদ্দপত্রে উল্লেখ করা হয়, জেলা প্রশাসক বরাদ্দ করা ভিজিএফ চাল জাটকা আহরণে বিরত থাকার জন্য দুঃস্থ ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০১২-১৩’ অনুসরণ করে বিতরণ করবেন। নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন এবং এসব চাল ৩১ মে’র মধ্যে উত্তোলন করতে হবে।

জেলা প্রশাসক ভিজিএফ চাল বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকের অবহিত করবেন বলেও বরাদ্দেপত্রে উল্লেখ করা হয়।

দেশে প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আটমাস জাটকা (লম্বায় ৯ ইঞ্চির চেয়ে ছোট) আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ থাকে। এ সময়ে আদেশ অমান্যকারীকে এক থেকে দুই বছর কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

আরএমএম/আরএস/জেআইএম

আরও পড়ুন