ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজে সরকারি কোটা শেষ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

চলতি বছর পবিত্র হজ পালনে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর প্রাক নিবন্ধনের কোটা পূর্ণ হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার ও সৌদি সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি অনুসারে চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত ৭ হাজার ১৯৮ জনের কোটা ২১ জানুয়ারি, রোববার শেষ হয়েছে।

সরকারি কোটা পূর্ণ হওয়ায় এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও সৌদি সরকারের মধ্যে দ্বি-পাক্ষিক হজ চুক্তি অনুযায়ী ২০১৮ সালের সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত কোটা (৭ হাজার ১৯৮ জন) ইতোমধ্যে পূর্ণ হয়েছে।

ফলে যারা ২১ জানুয়ারির বিজ্ঞপ্তির পর সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করবেন তারা ২০১৯ সালে পবিত্র হজে গমনের জন্য প্রাক-নিবন্ধিত হয়েছেন মর্মে গণ্য হবেন। উল্লেখ, ২১ জানুয়ারির আগে প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে যদি কেউ ২০১৮ সালের জন্য নিবন্ধন না করেন সেক্ষেত্রে অপেক্ষমাণ তালিকা হতে নিবন্ধনের জন্য আহ্বান করা হবে।

এমইউ/ওআর/আইআই

আরও পড়ুন