ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৪৫ হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১১ পিএম, ২১ জানুয়ারি ২০১৮

২০১৭ সালে হজে প্রতারণা, অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য ২৪৫ হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমান।

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি শেষে দেশে ফিরে রোববার সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে সচিব এ তথ্য জানান। এ সময় ধর্মবিষয়কমন্ত্রী মতিউর রহমান উপস্থিত ছিলেন।

গত বছর হজে অনিয়ম করা অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে নতুন করে হজযাত্রী সংগ্রহের অভিযোগ রয়েছে। এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন দেরি হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে ধর্ম সচিব বলেন, ‘কিছু অভিযোগ সৌদি কর্তৃপক্ষের কাছে। তাদের দ্রুত সিদ্ধান্ত দেয়ার জন্য বলেছি। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।’

তিনি বলেন, ‘এছাড়া সৌদি আরব ও বাংলাদেশ থেকে ২৪৫ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তিনজন যুগ্ম-সচিবের নেতৃত্বে তিনটি কমিটি করে দিয়েছিলাম। কমিটি কাজ শেষ করে রিপোর্ট তৈরি করছে। রিপোর্ট পাওয়ার পর ২৪৫ এজেন্সির বিরুদ্ধে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেব। যার যতটুকু অভিযোগ প্রমাণিত হবে ততটুকু শাস্তি পাবে।’

রোববার পর্যন্ত ২ লাখ ২৯ হাজার ৭৬৪ হজযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন জানিয়ে সচিব বলেন, ‘এবার হজে যেতে পারবে এক লাখ ২৭ হাজার হজযাত্রী। শাস্তি পাওয়া কোনো এজেন্সি থেকে কেউ প্রাক-নিবন্ধন করলে তাদের স্থানান্তরের ব্যবস্থা আছে। রেজিস্ট্রেশন যখন হবে তখন অবৈধ এজেন্সির হজযাত্রী বৈধ এজেন্সিতে ট্রান্সফার হবে।’

বৈধ হজ এজেন্সির তালিকা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের প্রকাশ করা হতে পারে বলেও জানান সচিব।

ধর্মমন্ত্রী বলেন, ‘আমি বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের প্রতি আরো যত্নবান ও দায়িত্বশীল হতে অনুরোধ করব। হজযাত্রীদের প্রতি কোনো ধরনের অবেহলা বা প্রতারণা আমরা সহ্য করব না। অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

এজেন্সি মালিকদের উদ্দেশ্যে মতিউর রহমান আরও বলেন, ‘আমার অনুরোধ থাকবে আপনারা সবাই হজ নীতিমালা, হজ প্যাকেজ এবং বাংলাদেশ ও সৌদি সরকারের বিভিন্ন নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করে হজযাত্রীদের প্রতি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।’

আরএমএম/জেএইচ/আরআইপি

আরও পড়ুন