ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিএসএমএমইউতে ফেনসিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার রাতে বিএসএমএমইউ-এর আনসাররা তাদের আটক করে।

বিশ্ববিদ্যায়লয়ের পরিচালক ব্রি. জে. মো. আব্দুল্লাহ আল হারুণ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্লক ‘এ’ এর সামনে থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ২৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তাদের আনসার কাস্টোডিতে রেখে পুলিশে খবর দেয়া হয়েছে। পুলিশ আসলে থানায় হস্তান্তর করা হবে। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে প্রক্টর প্রফেসর ডা. হাবিবুর রহমান দুলালের সঙ্গে কথা বলতে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে সহকারী প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ডা. নাজির মোল্লা জানান, গ্রেফতারকৃতরা বহিরাগত। তারা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করায় আনসার সদস্যরা আটক করে তল্লাশি করে। এ সময় ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, ক্যম্পাসে সম্প্রতি মাদকসেবীদের উপদ্রব বেড়ে গেছে। যা নিয়ে প্রতিনিয়তই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

এআর/এএইচ/জেআইএম

আরও পড়ুন