আইভীর জন্য ভালোবাসা
আপনারা সবাই ওপাশে যান। বসার জন্য অনেক চেয়ার আছে। প্লিজ ওপাশে যান। এ দৃশ্য দেখা গেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ল্যাব এইডে। রাজধানীর ল্যাব এইড হাসপাতালের সিসিইউ-১ প্রবেশদ্বারের বাইরে দাঁড়িয়ে কালো স্যুট কোট পরিহিত হাসপাতালের নিজস্ব নিরাপত্তাকর্মীরা ভিড় না করতে অনুরোধ জানান।
একটা সময় লোকজনের ভিড় কমাতে সিসিইউ সংলগ্ন একটি লিফট বন্ধ করে দিতে নিরাপত্তাকর্মীরা বাধ্য হন। উপস্থিত সবাইকে কমবেশি নারায়ণগঞ্জের বাসিন্দা মনে হলো। প্রিয় মেয়র আইভীকে দেখার জন্য হাসপাতালে ব্যাপক ভিড় দেখা গেছে।
ল্যাব এইডের একাধিক কর্মকর্তা জানান, আইভীকে দেখতে দিনভর শত শত নেতাকর্মীর ভিড় লেগে আছে। সবাই অপেক্ষা করছে কখন সুস্থ হবেন প্রিয় মেয়র।
শনিবার রাত সোয়া ৬টায় বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ আইভীকে দেখতে আসেন। এর আগে বিকেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাকে দেখতে আসেন। আইভীর নেতাকর্মীদের ভালোবাসার জন্য সিসিইউতে চিকিৎসাধীন রোগীদের স্বাভাবিক চিকিৎসায় কিছুটা বিঘ্ন ঘটছে।
এমইউ/এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি