সিসি ক্যামেরায় ঢাকা থাকবে জাতীয় ঈদগাহ
ঈদ-উল-ফিতরের দিন মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে গোটা জাতীয় ঈদগাহ মাঠ ক্লোজ সার্কিড (সিসি) ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শুক্রবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, ঈদগাহ মাঠের প্রতিটি অংশে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনিটরের সামনে বসে ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবেন। কাউকে সন্দেহ হলে দ্রুত তল্লাশি করে ব্যবস্থা নেয়া হবে।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কমিশনার বলেন, পুরুষ ও মহিলাদের মাঠে এন্ট্রি পয়েন্টে মেটাল ডিটেক্টর গেট স্থাপন করবে পুলিশ। পুলিশের সোয়াট টিমের সদস্যরা মাঠজুড়ে অবস্থান করবে। এছাড়া এলাকাজুড়ে সাদা পোশাকে পুলিশ সদস্যরা টহল দেবে।
ঈদগাহ মাঠে জামাত উপলক্ষে মৎস্য ভবন, সরকারি কর্মচারী হাসপাতাল, পল্টন মোড় ও দোয়েল চত্বর এলাকায় বেড়িকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হবে।
ঈদগাহের পাশাপাশি বাইতুল মোকাররমের ঈদ জামাতেও পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা করবে বলে জানান কমিশনার।
আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদে ফাঁকা রাজধানীর বসতবাড়ি, বিপনিবিতান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাভিত্তিক কমিউনিটি পুলিশ কাজ করবে। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে।
এআর/এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি