ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিশ্বমানের ল্যাপারোস্কপি সার্জন্স তৈরিতে প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮

বিশ্বমানের ল্যাপারোস্কপি সার্জন্স তৈরির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিভার্সিটি সেন্টার ফর এন্ডো-ল্যাপারোস্কপি সার্জারি’র উদ্যোগে ১১তম ব্যাচের বেসিক এই ল্যাপারোস্কপি কর্মশালা হয়।

দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিন বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে সংশ্লিষ্ট চিকিৎসকদের সার্টিফিকেট প্রদান করেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

সার্জারি অনুষদের কোর্স ডিরেক্টর ও সংশ্লিষ্ট সেন্টারের প্রধান অধ্যাপক ডা. এইচএম তৌহিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. মো. ছয়েফ উদ্দিন আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তব্য দেন। সারাদেশ থেকে আসা মোট ২০জন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।

এমইউ/জেডএ/আইআই

আরও পড়ুন