রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও, রায়ের বাগ এবং সায়দাবদে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীসুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটায় রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সমানে ইমামুল হক (১৮) নামের তুরাগ সিটিং সার্ভিসের হেলপারকে একটি বাস চাপা দিলে গুরুতর আহত হয় । পরে পথচারীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা চারটায় তিনি মারা যান। নিহত ইমামুল গাজীপুর চৌরাস্তার আলাম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজধানীর সায়বাদে অপর এক সড়ক দুর্ঘটনায় সদর মোল্লা (৬০) নামের এক কাউন্টার ম্যানেজার রাস্তা পারাপারের সময় বাস চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, বৃহস্পতিবার ভোরে রায়ের বাগ ফুট ওভার ব্রিজের নিচে বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোহম্মদ কামাল হোসেন (৩৫) নামের এক বাস চালক। পরে শিমুল নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।
ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশগুলো ময়না তদন্তের জন্য ঢামেকে রাখা হয়েছে।
এসকেডি/পিআর