ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১০ লাখ ৮৬ হাজার টন খাদ্যশস্য দেশে পৌঁছেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

চলতি অর্থবছরে ভিয়েতনাম, ভারত, থাইল্যান্ড, কম্বোডিয়া ও রাশিয়া থেকে ১০ লাখ ৮৬ হাজার টন খাদ্যশস্য (চাল ও গম) দেশের বন্দরে এসে পৌঁছেছে।

সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য নূরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জি-টু-জি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা এসব খাদ্যশস্যের মধ্যে আট লাখ ১৮ হাজার টন খালাস করা হয়েছে। বাকি দুই লাখ ৬৮ হাজার টন খালাস চলছে।

কামরুল বলেন, মিয়ানমার থেকে জি-টু-জির আওতায় এক লাখ টন চাল আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৫২ হাজার টন চাল দেশের বন্দরে এসে পৌঁছেছে এবং ৩১ হাজার টন খালাস সম্পন্ন হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৫ লাখ টন চালের মধ্যে ইতোমধ্যে সাত লাখ ৭০ হাজার টন চাল দেশের বন্দরে এসে পৌঁছেছে, যা লক্ষ্যমাত্রার শতকরা ৫১ দশমিক ৩৩ ভাগ। আর পাঁচ লাখ টন গমের মধ্যে তিন লাখ ১৬ হাজার টন গম দেশের বন্দরে এসে পৌঁছেছে, যা লক্ষ্যমাত্রার শতকরা ৬৩ দশমিক ২ ভাগ।

এইচএস/জেডএ/এমএস

আরও পড়ুন