দেশে শারীরিক প্রতিবন্ধী ৬ লাখ ৮৫ হাজার ২৬৩ জন
দেশে শারীরিক প্রতিবন্ধীর সংখ্যা ৬ লাখ ৮৫ হাজার ২৬৩ এবং বুদ্ধিপ্রতিবন্ধী এক লাখ ২১ হাজার ৪৭ জন। সমাজসেবা অধিদফতরের জরিপের এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। প্রতিবন্ধিতা সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯ এর আওতায় সরকার বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ক্যাম্পাসে ২০১১ সালে একটি সম্পূর্ণ অবৈতনিক স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালু করেছে। পরবর্তীতে ঢাকা শহরের মিরপুর, লালবাগ, উত্তরা ও যাত্রাবাড়ীতে চারটি, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও সিলেট এ ছয়টি বিভাগীয় শহরে এবং গাইবান্ধা জেলায় একটিসহ মোট ১১টি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল এবং জেলা ও উপজেলা পর্যায়ে সর্বমোট ৬২টি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল চালু করা হয়েছে।
তিনি বলেন, বিএসএড ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক এবং প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ার-গিভারের সমন্বয়ে স্কুলগুলো পরিচালিত হচ্ছে। এসব স্কুলে সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা সাত হাজার ৭০৯ জন।
এইচএস/জেডএ/জেআইএম