আখেরি মোনাজাত বেলা ১১টায়
৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সকালে ইজতেমার মুরুব্বি মাওলানা মো. গিয়াস উদ্দিন এ তথ্য জানান। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জোবায়ের।
আখেরি মোনাজাতের আগে রোববার বাদ ফজর প্রস্তুতিমূলক বয়ান করেন বাংলাদেশের মাওলানা প্রকৌশলী আনিসুর রহমান। এরপর হেদায়েতি বয়ান করবেন বাংলাদেশের মাওলানা মো. আব্দুল মতিন। হেদায়েতি বয়ান শেষ হলে শুরু হবে আখেরি মোনাজাত।
আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। চার দিন বিরতি দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আসর।
এছাড়া আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাতে কাকরাইল মসজিদে তাবলিগ মুরুব্বিদের এক পরামর্শ সভায় ওই তারিখ নির্ধারণ করা হয় বলে জানা গেছে। বৈঠকের পরামর্শ অনুয়ায়ী আগামি বিশ্ব ইজতেমা শুরু হবে ২০১৯ সালের ১১জানুয়ারি।
তাবলিগ জামাতের শীর্ষ নেতা মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার রাতে তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিদের এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মতে আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১১, ১২ ও ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৮, ১৯ ও ২০ জানুয়ারি।
মো. আমিনুল ইসলাম/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মন্ত্রী আনিসুল হক-তৌফিকা করিমের সম্পদ বাজেয়াপ্ত করতে দুদকে আবেদন
- ২ জাহেলিয়াত চিন্তার স্থানে ইসলামী সংস্কৃতি প্রতিস্থাপন করতে হবে
- ৩ আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৯ দিনের কর্মসূচি
- ৪ বিশেষ চেকপোস্টে টাপেন্টাডল-ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার
- ৫ চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌপথ খননে পূর্ত কাজে ক্রয় প্রস্তাব অনুমোদন