ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

টঙ্গী ইজতেমা ও কাকরাইলের দিকে তাবলিগের অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১০ জানুয়ারি ২০১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক ছেড়ে তাবলিগ-জামাতের অনুসারীরা দুই দিকে চলে গেছেন। বুধবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে তারা সড়ক থেকে ওঠেন। এরপর তাদের একটি দল রাজধানীর কাকরাইল অভিমুখে যাত্রা করেন। অপর দলটি টঙ্গীর উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এর আগে বিকেল ৪টার দিকে তারা সড়কে বসে পড়েন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী।

তাবলিগ জামাতের একাংশের নেতা দাবি করে একজন বলেছেন, আসরের নামাজের পরে এখান থেকে পাঁচ হাজার জন টঙ্গী ইজতেমা মাঠে চলে যাবে। সাদ যেন ঢুকতে না পারে, সেজন্য মহাখালী থেকে ঢাকা দক্ষিণের দিকে যত মাদরাসা আছে সেখানকার শিক্ষার্থী ও শিক্ষকরা কাকরাইল অভিমুখে রওয়ানা হয়েছে।

এর আগে মাওলানা সাদ কান্ধলভীকে ঠেকাতে এর আগে থেকেই বিমানবন্দর একালায় বিক্ষোভ শুরু করেন হাজার হাজার আলেম ওলামা।

দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। এরপর বিকেলে তাকে কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের মারকাজে (অফিস) নেয়া হয়।

পুলিশের রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এআর/জেডএ/আরআইপি

আরও পড়ুন