ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আপাতত বিমানবন্দরেই রাখা হচ্ছে মাওলানা সাদকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৮

দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মাওলানা মোহাম্মদ সাদকে শাহজালাল বিমানবন্দরেই রাখা হবে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া।

ওসি নূরে আযম মিয়া জাগো নিউজকে বলেন, মাওলানা মোহাম্মদ সাদকে আপাতত বিমানবন্দরের ভেতরেই রাখা হবে। এ মুহূর্তে তাকে ইজতেমা মাঠে নেয়া হচ্ছে না।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি। বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের কারণের সমালোচিত মাওলানা সাদের আগমন ঠেকাতে বুধবার সকাল থেকে বিমানবন্দরের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছেন তাবলিগ জামাতের একটি অংশ এবং আলেম-ওলামারা।

মাওলানা সাদ কান্ধলভীকে যেনো বাংলাদেশে আসতে দেয়া না হয় সেজন্য স্লোগান দিচ্ছেন তারা। গোলচত্বরে বিক্ষোভ সমাবেশের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। থেমে থেমে গাড়ি চলছে মহাসড়কে।

এছাড়া উত্তরা এলাকার বিভিন্ন মসজিদে এবং বিশেষ করে এয়ারপোর্ট এলাকার মসজিদগুলোতে আলেম ওলামা ও মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

মাওলানা সাদ কান্ধলভী তার নিজের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার না করে এবং সবার সম্মিলিত সিদ্ধান্তকে পাশ কাটিয়ে মাওলানা সাদের ইজতেমায় আসা অনুচিত এমন দাবিতেই তারা সমাবেশ করছেন।

এআর/এআরএস/আরআইপি

আরও পড়ুন