ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিএনসিসির উপনির্বাচনের তফসিল ঘোষণা আজ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৯ জানুয়ারি ২০১৮

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া উত্তর ও দক্ষিণ সিটির ৩৬ ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ। মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলন করে এ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

গত ৩০ নভেম্বর ডিএনসিসি মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর পহেলা ডিসেম্বর ঢাকা উত্তর সিটির মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ। সেক্ষেত্রে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ উপনির্বাচন করতে হচ্ছে ইসিকে। এ উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

জানুয়ারিতে যারা নতুন ভোটার হয়েছেন তারাও এই নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে তারা প্রার্থী হতে পারবেন না।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত ১৬টি ইউনিয়নকে ৩৬টি ওয়ার্ডে বিভক্ত করে গত ৩০ জুলাই গেজেট জারি করা হয়েছে। এর মধ্যে উত্তরে ১৮টি ও দক্ষিণে ১৮টি ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া উত্তর-দক্ষিণের ৩৬ ওয়ার্ডের নির্বাচন পরিচলনার জন্য বাজেট ধরা হয়েছে ১৫ কোটি টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা খাতে বরাদ্দ ৯ কোটি টাকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় বরাদ্দ ৬ কোটি টাকা।

এআরএস/জেআইএম

আরও পড়ুন