ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন সৈয়দ আশরাফ

প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৫ জুলাই ২০১৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দফতরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকের পর সৈয়দ আশরাফের মন্ত্রিত্ব পাওয়ার বিষয়টি আবারো সামনে আসে।

গণভবন ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বুধবার লন্ডনে ছোট ভাইয়ের বিয়েতে যোগ দেয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ওই সফর বাতিল করেন সৈয়দ আশরাফ। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রধানমন্ত্রী এবং সৈয়দ আশরাফের মধ্যকার বৈঠকের পর সংগঠন এবং সরকার মধ্যে যে অস্থিরতা ছিল, তার অনেকটাই নিরসন হয়েছে। এমন সময়ে ওই বৈঠক বিশেষ অর্থ বহন করে।’

তিনি আরো বলেন, ‘ওই আলোচনায় দায়িত্ব গ্রহণের জন্য একাধিক মন্ত্রণালয় প্রসঙ্গে আলোচনা হয়। বৈঠকের পরেই লন্ডন যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন তিনি (সৈয়দ আশরাফ)। কিন্তু সৈয়দ আশরাফ দায়িত্ব নেবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। তবে পররাষ্ট্র মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হতে পারে সৈয়দ আশরাফকে।’  

এদিকে আরেকটি সূত্র জাগো নিউজকে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি জনপ্রশাসন বা জ্বালানি মন্ত্রণালয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৈয়দ আশরাফের দূরত্ব বাড়ছে এমন গুঞ্জন ওঠে খোদ আওয়ামী লীগের মধ্যেই।  

এই গুঞ্জনের মধ্যেই বুধবার ছোট ভাই ডা. শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে লন্ডনে বসবাসরত আরেক ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল সৈয়দ আশরাফের।

সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও অফিসার্স ক্লাবের এক ইফতার পার্টিতে অংশ নেন সৈয়দ আশরাফ। সেখানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচটি ইমাম তার সঙ্গে একান্তে কথা বলেন। এরপরেই গণভবেনর দিকে রওনা হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সদ্য দফতর হারানো ক্ষুব্ধ এই মন্ত্রী।

গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তবে তিনি দফতরবিহীন মন্ত্রী থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এএসএস/এসএইচএস/আরএস/পিআর