ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিয়ানমারের দুই সেনাকে সীমান্তবর্তী জঙ্গলে উদ্ধার

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৫ জুলাই ২০১৫

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের হাতে অপহৃত মিয়ানমার সেনাবাহিনীর দুই সদস্যকে সীমান্তবর্তী জঙ্গল থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিবির উপমহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান জানান, গত ৮ ফেব্রুয়ারি থেকে সীমান্তে বিজিবি ও সেনাবাহিনী চার দফা যৌথ অভিযান পরিচালনা করছে। শেষ দফা অভিযানের সময় মঙ্গলবার (১৪ জুলাই) তাদের উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এরা কর্মকর্তা নয়, তবে উভয় দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। দুই সদস্যকে উদ্ধারের পরই মিয়ানমারের সরকারকে এ ব্যাপারে জানানো হয়েছে। খুব শিগগিরই তাদের হস্তান্তর করা হবে।

তিনি জানান, দুজনই ছিলেন সাদা পোশাকে। তাদের পরনে কোনো সামরিক পোশাক ছিল না। কী করে তারা জঙ্গলে এলেন বা কোনো সন্ত্রাসী গ্রুপ তাদের অপহরণ করেছিল এ ব্যাপারে তিনি জানাতে রাজি হননি। তবে তিনি বলেন, মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদীরা যেন বাংলাদেশ সীমান্তে আশ্রয় না পায় সে ব্যাপারে আগে থেকেই মিয়ানমার সরকার বাংলাদেশকে অনুরোধ জানিয়ে আসছিল।

এআর/আরএস/পিআর