সেনাবাহিনীকে সুদৃঢ় করেছেন আমজাদ খান চৌধুরী : হান্নান শাহ্
বাংলাদেশ সেনাবাহিনীকে সুদৃঢ় ও সুসংগঠিত বাহিনীতে গড়ে তুলতে আমজাদ খান চৌধুরীর অবদান অনেক বেশি ছিল। বুধবার রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম হান্নান শাহ্।
কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেনাবাহিনীকে পুনর্গঠন ও একে প্রতিষ্ঠিত বাহিনী হিসেবে গড়ে তুলতে তার অবদান অনেক বেশি।
তিনি আরো বলেন, ১৯৭৪ থেকে ১৯৮১ পর্যন্ত আমি তার জুনিয়র হিসেবে কাজ করি। আমরা একই দিনে অবসরে গ্রহণ করি। অবসরের পর আমজাদ খান চৌধুরী প্রায়ই স্বপ্ন দেখতেন বাংলাদেশে বড় একটি ইন্ডাস্ট্রি গড়ে তোলার। স্বপ্ন দেখতেন আদমজী থেকেও বড় ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করার। আজ সত্যিই তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
এর আগে গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমজাদ খান চৌধুরী। ১৪ জুলাই মঙ্গলবার তার মরদেহ ঢাকায় আনা হয়। বিজয় সরণির সামরিক জাদুঘরে শেষ জানাজা নামাজের পর বনানীর সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এসএ/এসআই/এআর/এসএইচএস/আরআইপি