ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ধুলার দুর্ভোগে রাজধানীবাসী

আবু সালেহ সায়াদাত | প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

রাজধানীর আগারগাঁও তালতলায় দাঁড়িয়ে কাঙ্ক্ষিত বাসের অপেক্ষা। একটি করে বাস চলে যাচ্ছে আর রাস্তার ধারে অপেক্ষমাণ যাত্রী ও পথচারীরা চোখ মুখ বন্ধ করে নাক ধরে থাকছেন। এর কারণ রাজধানীর সর্বত্রই এখন ধুলা-বালুতে একাকার। রাস্তায় বেরোলেই ধুলার মুখোমুখি হতে হচ্ছে রাজধানীবাসীকে।

রাজধানীর বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকাতেও ধুলার ভোগান্তিতে দেখা মিলল পথচারীদের নাক ধরে চলাচলের দৃশ্য। অনেকেই আবার মাস্ক পরে চলাফেরা করছেন। এ দৃশ্য এখন পুরো রাজধানীতেই চোখে পড়ছে।

বর্ষায় রাজধানীবাসী ভুগেছেন কাদা-পানি ও জলাবদ্ধতায়। আর এখন শুষ্ক মৌসুমে ভুগছেন ধুলার দুর্ভোগে। বর্তমানে রাজধানীবাসীর ধুলার সঙ্গে নিত্য বসবাস। ধুলায় ধূসর ঢাকায় ঝুঁকি বাড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশ দূষণের।

সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা ও ফুটপাতের কাজ, ঢাকা ওয়াসার পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন নালা, মেট্রো রেল, ইউলুপ নির্মাণ, তিতাস গ্যাসের লাইন স্থাপন, ডেসকো ও ডিপিডিসি ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার, বিটিসিএল টেলিফোন লাইন, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ভূগর্ভস্থ ইন্টারনেট ক্যাবল লাইন বসাতে রাজধানীজুড়ে সড়ক কাটা হচ্ছে। সেখানকার ধুলার পাশাপাশি শুষ্ক মৌসুম হওয়ার ধুলার প্রকোপ আরও বেড়েছে।

রাজধানীর বনশ্রীর বাসিন্দা লুৎফর রহমান রামপুরা ব্রিজে দাঁড়িয়ে মাস্ক কিনছিলেন। তিনি বলেন, আমার ডাস্ট এলার্জি। এটা হয়েছে ধুলা-বালির কারণে। প্রতিদিনই ধুলা-বালির মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। যে কারণে ডাক্তার আমাকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। আমাদের এই রাস্তায় যে পরিমাণ ধুলা এতে করে চলাচল করাই কঠিন।

রাজধানীরবাসীর ধুলার দুর্ভোগ দূর করতে প্রতিদিনই পানি ছিটানো হচ্ছে বলে দাবি করছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। তবুও ধুলা কমছে না। কারণ চাহিদা অনুযায়ী সব রাস্তায় পানি ছিটাতে পারছে না সংস্থা দুটি।

রাজধানীর বিভিন্ন এলাকার মধ্যে খিলগাঁও, মগবাজার, মৌচাক, শান্তিনগর, বনশ্রী, রামপুরা, বাড্ডা, মিরপুর, ফার্মগেইট, তেজগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, শ্যামলী, গাবতলী, মগবাজার, গুলিস্তান, বঙ্গবাজার, কারওয়ানবাজার, কাকরাইল, সায়েদাবাদ, বিমানবন্দর, উত্তরা এলাকায় সড়কের যাত্রী ও আশপাশের বাসিন্দারা ধুলার জ্বালায় বেশি অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ তাদের।

ধুলা-বালি নিয়ন্ত্রণে ডিএসসিসি’র পক্ষ থেকে নিয়মিত রাস্তায় পানি ছিটানো হচ্ছে দাবি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. শফিকুল আলম বলেন, শুষ্ক মৌসুমে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে ধুলা বালি নিরসনে ডিএনসিসির ৫ অঞ্চলে দিনে দুই বার করে ৯ টি বিশেষ গাড়ির মাধ্যেমে পানি ছিটানো হচ্ছে। তবে সব সড়কে এই বড় গাড়ি ঢুকতে পারে না তাই অনেক জায়গায় পানি ছিটানো সম্ভব হয় না।

কেবল ধুলোর কারণেই শহরে এখন মাস্ক পরে চলাচল করছেন অনেকেই। এমনই একজন ডা. সাদিয়া আরেফিন। রাজধানীর বাড্ডা এলাকা দিয়ে হেটে যাচ্ছিলেন তিনি। আলাপকালে তিনি বলেন, রাজধানীতে যে পরিমাণ ধুলা-বালি বেড়েছে সে কারণে মাস্ক পড়ে চলাফেরা করা ছাড়া উপায় নেই। ধুলা-বালির কারণে প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্য ঝুঁকি থাকে। অতিরিক্ত ধুলা-বালির কারণে ব্রঙ্কাইটিজ, সর্দি, কাশি, জ্বর, চোখের ব্যাথা, মাথা ব্যথাসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগ বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের গবেষণায় জানা যায়, বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দিল্লির পরই ঢাকার অবস্থান।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রাজধানীতে শ্বাসকষ্ট, যক্ষ্মা, হাঁপানি, চোখের সমস্যা, ব্রঙ্কাইটিস, সর্দি, কাশি, হাঁচিসহ ফুসফুসে ক্যান্সারের রোগীর সংখ্যাই বেশি। এর অন্যতম কারণ হচ্ছে ধুলার দূষণ। এ কারণেই নানা সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ছে। মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে রাজধানীবাসী।

এএস/এমবিআর/এমএস

আরও পড়ুন