চাকরি স্থায়ীকরণে বিমান সিবিএর আল্টিমেটাম
আগামী ৩১ জানুয়ারির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাজুয়াল কর্মচারী-শ্রমিকদের চাকরি স্থায়ী করতে আল্টিমেটাম দিয়েছে বিমান শ্রমিক লীগ (সিবিএ)। একই সঙ্গে নতুন করে ক্যাজুয়াল শ্রমিক নিয়োগ না দেয়ার দাবি জানিয়েছেন সিবিএর সভাপতি মশিকুর রহমান।
বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে সিবিএ আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন মশিকুর রহমান।
তিনি বলেন, ৩১ জানুয়ারির মধ্যে বিমানের ক্যাজুয়াল কর্মচারী-শ্রমিকদের চাকরি স্থায়ী করা না হলে ক্যাজুয়াল শ্রমিকরা কোনো ধরনের ওভার টাইম শ্রম দেবে না। এছাড়া নতুন করে কোনো ক্যাজুয়াল শ্রমিক নিয়োগ দেয়া যাবে না।
এরআগে সমাবেশে যোগ দিতে সকাল ১০টায় চাকরি স্থায়ী করার দাবি নিয়ে বিমানের প্রধান কার্যালয়ে আসেন ক্যাজুয়াল শ্রমিকরা। সিবিএর ডাকা এ সমাবেশে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক যোগ দেন।
আরএম/এসআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা