ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চাকরি স্থায়ীকরণে বিমান সিবিএর আল্টিমেটাম

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

আগামী ৩১ জানুয়ারির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাজুয়াল কর্মচারী-শ্রমিকদের চাকরি স্থায়ী করতে আল্টিমেটাম দিয়েছে বিমান শ্রমিক লীগ (সিবিএ)। একই সঙ্গে নতুন করে ক্যাজুয়াল শ্রমিক নিয়োগ না দেয়ার দাবি জানিয়েছেন সিবিএর সভাপতি মশিকুর রহমান।

বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে সিবিএ আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন মশিকুর রহমান।

তিনি বলেন, ৩১ জানুয়ারির মধ্যে বিমানের ক্যাজুয়াল কর্মচারী-শ্রমিকদের চাকরি স্থায়ী করা না হলে ক্যাজুয়াল শ্রমিকরা কোনো ধরনের ওভার টাইম শ্রম দেবে না। এছাড়া নতুন করে কোনো ক্যাজুয়াল শ্রমিক নিয়োগ দেয়া যাবে না।

এরআগে সমাবেশে যোগ দিতে সকাল ১০টায় চাকরি স্থায়ী করার দাবি নিয়ে বিমানের প্রধান কার্যালয়ে আসেন ক্যাজুয়াল শ্রমিকরা। সিবিএর ডাকা এ সমাবেশে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক যোগ দেন।

আরএম/এসআর/আইআই

আরও পড়ুন