চাকরি স্থায়ী করার দাবিতে বিমান শ্রমিকদের আন্দোলন
চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করছেন বিমানের ক্যাজুয়াল (চুক্তিভিত্তিক) শ্রমিক ও সিবিএ নেতারা। বিমানের প্রধান কার্যালয়ে বলাকা ভবনের সামনে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আন্দোলন করছেন তারা।
ক্যাজুয়াল শ্রমিকদের দাবি আদায়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন সিবিএ নেতারা । আজ বিমানের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই শ্রমিক সমাবেশের ডাক দেয় বিমান শ্রমিক লীগ- সিবিএ। বলাকা ভবনের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য, বিমানে প্রায় দুই হাজার ২০০ ক্যাজুয়াল শ্রমিক রয়েছেন। যাদের মধ্যে ৭০০ জন ১০ দিনের এবং বকিরা ৮৯ দিনের চুক্তিতে নিয়োগ পান। মেয়াদ শেষ হলেই পরের দিনে তাকে বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়। এরপর আবার ১০ বা ৮৯ দিনের জন্য তাদের নিয়োগ দেয়া হয়। মূলত বিমানের কার্গো সার্ভিস,গ্রাউন্ড সার্ভিস, ট্রাফিক, ইঞ্জিনিয়ারিং ও মটর ট্রান্সপোর্ট বিভাগে ক্যাজুয়াল শ্রমিক বেশি।
আরএম/এআরএস/আরআইপি