ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বড় বাজেটের মন্ত্রণালয়ে যাচ্ছি : মেনন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে সদ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়া রাশেদ খান মেনন বলেছেন, ‘সবচেয়ে কম বাজেটের একটি মন্ত্রণালয়ে ছিলাম। এখন আমি অনেক বড় বাজেটের একটি মন্ত্রণালয়ে যাচ্ছি।’

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বদলের আদেশ জারির পর সচিবালয়ে নিজ দফতরে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

রাশেদ খান মেনন বলেন, ‘আমি সবচেয়ে কম বাজেটের একটি মন্ত্রণালয়ে (বিমান ও পর্যটন) ছিলাম। এখন আমি অনেক বড় বাজেটের একটি মন্ত্রণালয়ে যাচ্ছি এখানে প্রান্তিক মানুষের জন্য কাজ করার অনেক জায়গা আছে।’

তিনি বলেন, ‘দফতর বদল আমার জন্য সুখকর এই কারণে বলতে পারেন- আমি আকাশ থেকে একটু মাটিতে নামলাম। সামাজিক নিরাপত্তার প্রশ্নে বলেন, সামাজিক কল্যাণের প্রশ্নে বলেন, একেবারে সাধারণ মানুষের কাছে।’

তিনি আরও বলেন, ‘বছরের প্রথমভাগে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার যে সম্প্রসারণ করলেন ও পরিবর্তন সাধন করলেন, আমার মনে হয় স্বাভাবিকভাবে প্রশাসনে গতিশীলতা আনার জন্য করলেন। এটিই হচ্ছে শেষ বছর আমাদের সরকারের। সুতরাং তিনি চেয়েছেন শেষ বছরের কাজের সমন্বয় আরও ভালোভাবে যেন হয়।’

সদ্য সমাজকল্যাণ মন্ত্রী নিয়োগ পাওয়া রাশেদ খান বলেন, ‘আমার পক্ষ থেকে সিভিল অ্যাভিয়েশন ও পর্যটন মন্ত্রণালয়ে কাজ করা খুব চ্যালেঞ্জিং ছিল। যখন আমি দায়িত্ব নিয়েছিলাম, তখন অনেকে তাচ্ছিল্য করেছিল। বন্ধুরা বলত- তোমাকে একটি ডুবন্ত জাহাজ তুলতে দিয়েছে।’

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নিজের কৃতিত্ব তুলে ধরে মেনন বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর বিমান পরপর তিনবার লাভ করেছে। অভ্যন্তরীণ রুটে যাত্রীদের যাতায়াত বেড়েছে।’

দফতর বদলের পেছনে প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির বিষয়টিকে দায়ী মনে করছেন কিনা- জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বিমানের যে ঘটনা ছিল আমরা তিনটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। কিছু অবহেলার কারণে এটা হয়েছিল। পুলিশ তদন্ত করে যাদের গ্রেফতার করেছিল, তাদের পরে খালাস দেয়া হয়েছে। পুলিশের তদন্তে বলা হয়েছে, তারা নাশকতার সঙ্গে যুক্ত নয়।’

শরিক দলের মন্ত্রীদের দফতর পরিবর্তনে জোটে বিরূপ প্রভাব পড়ার কোনো শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি।

বিএনপির অংশগ্রহণবিহীন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। ওইদিনই বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান রাশেদ খান মেনন।

তিনি বিমানমন্ত্রী থাকার সময়ে গত বছরের ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান তুর্কেমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করার বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত করে তাকে। এছাড়া তার সময়ে যুক্তরাজ্য বাংলাদেশে কার্গো বিমান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করে।

আরএমএম/এসএইচএস/এমএস

আরও পড়ুন