ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে বিটিভি’র শোক

প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৪ জুলাই ২০১৫

দেশের সফল শিল্পোদ্যোক্তা, প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশে টেলিভিশন (বিটিভি)। বিটিভির মহাপরিচালক আব্দুল মান্নান এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

প্রয়াত আমজাদ খান চৌধুরীকে একজন সুহৃদ উল্লেখ করে আব্দুল মান্নান বলেন, দেশের সফল এ শিল্পোদ্যোক্তার মৃত্যুতে বাংলাদেশ টেলিভিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী শোকাহত। দেশের এই সফল শিল্পোদ্যোক্তার তিরোধানে শিল্প, ব্যবসা বাণিজ্যে যে ক্ষতি সাধিত হলো তা সহজে পূরণ হবার নয়।

মহতি এ ব্যক্তির বিদেহী আত্মার প্রতি বিটিভির পক্ষ শ্রদ্ধা নিবেদন ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

উল্লেখ্য, দেশের এই সফল শিল্পোদ্যোক্তা আমজাদ খান চৌধুরী গত ৮ জুলাই বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক ইউনির্ভাসিটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

# আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে এনটিভি’র শোক

জেইউ/আরএস/আরআইপি