আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে এনটিভি’র শোক
বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টেলিভিশন মালিকদের সংগঠন এটকো`র সভাপতি এবং এনটিভি’র চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী ফালু।
মঙ্গলবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে (পিআরসি) উপস্থিত হয়ে তিনি প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আহসান খান চৌধুরীসহ শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
আমজাদ খান চৌধুরী দেশের ব্যবসায়ী সমাজের জন্য অনুকরণীয় আদর্শ উল্লেখ করে মোসাদ্দেক আলী বাংলাদেশসহ বিশ্বব্যাপী প্রাণ-আরএফএল পণ্যের বিস্তৃতির প্রশংসা করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় এনটিভি’র জিএম মার্কের্টিং রঞ্জন কুমার দত্ত এবং এনটিভির বিক্রয় এবং বিপণন ব্যাবস্থাপক অসীম কুমার দাশ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আমজাদ খান চৌধুরী গত ৮ জুলাই বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক ইউনির্ভাসিটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
জেইউ/আরএস/আরআইপি