ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কীর্তনখোলার তীরে হবে পাঁচ তারকা হোটেল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০১ জানুয়ারি ২০১৮

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করা হবে। এই হোটেল ও পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এজন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পর্যটন কর্পোরেশনকে এক একর জমি (লাইসেন্সের বিনিময়ে সম্পত্তি) দেবে।

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান এম মোজাম্মেল হক ও পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় নৌমন্ত্রী শাজাহান খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন।

আরএমএম/জেএইচ/এমএস

আরও পড়ুন