ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালাল থেকে ৪ কোটি টাকার অবৈধ ওষুধ জব্দ

প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৪ জুলাই ২০১৫

ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া আমদানি করায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৮ কেজি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের ফ্রেইট এলাকা থেকে এসব জব্দ করা হয়েছে।
 
জব্দকৃত ওষুধগুলো স্তন এবং মুত্রস্থলীয় ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। এগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক (এডি) উম্মে নাহিদা আক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮ জুন আর্জেন্টিনা থেকে টার্কিশ এয়ারওয়েজের (টিকে ৭১২) একটি ফ্লাইটে চালানটি ঢাকায় আসে। ‘মিজান ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা’ নামে একটি প্রতিষ্ঠান এগুলো আমদানি করে। এগুলো আমদানিতে ড্রাগ প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক হলেও প্রতিষ্ঠানটি এবিষয়ক কোন কাগজপত্র দেখাতে পারেনি।
 
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান উম্মে নাহিদা।

এআর/এআরএস/পিআর